নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৬,জুলাই :: বাজল পঞ্চায়েত ভোটের দামামা। রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। সারা রাজ্যে একদফাতেই হবে পঞ্চায়েত ভোট। দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সবই হবে একই দিনে ৮ জুলাই। সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা।
রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ঘোষণা করেন, ৯ জুন থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু। ১৫ জুন পর্যন্ত চলবে নমিনেশন। ১৭ তারিখ হবে স্ক্রটিনি। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যাচ্ছে আদর্শ নির্বাচনী বিধি। ৮ জুলাই নির্বাচনের পর, ১১ জুলাই পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা। উল্লেখ্য, রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহল মহলের।