নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: ০৬ জুলাই :: বৃহস্পতিবার :: নদিয়ার তেহট্টে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে ভোট দিতে হতো থানার আইসি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।
নদীয়ার থানার শ্যামনগর আশরাফপুরে পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালী ন তৃণমূল এবং সিপিআইএমের দুটি মিছিল মুখোমুখি চলে আসে। শুধু ভাই দুই দলের মধ্যে সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় থানার পুলিশ। তখনই পুলিশের গাড়ি ভাঙচুর সহ পুলিশকে লক্ষ্য করে শুরু হয় মারধর।
ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। আহত হয়েছে তেহট্ট থানার আইসি তাপস পাল। আশঙ্কা জনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। গতকাল খবর পাওয়ার পরে হাসপাতালে ছুটে যান কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তবে কে বা কারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।