নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ শান্তিপুর :: ০৬ জুলাই :: বৃহস্পতিবার :: নির্দল প্রার্থী অনুগামীদের হাতে আক্রান্ত একাধিক তৃণমূল কর্মী। একজনের অবস্থা অতি আশঙ্কা জনক হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকেরা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চাঁদকুরী গ্রামের। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, ভোট দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে আচমকায় তাদের উপর হামলা চালাই ওই পঞ্চায়েতের নির্দল প্রার্থী বিশু শেখের অনুগামীরা। অভিযোগ ধারালো অস্ত্র সহ ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীদের, এরপরে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও আহত বেশ কয়েকজন কে আনা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। তবে নির্দল প্রার্থী প্রসঙ্গে সম্পূর্ণ এড়িয়ে যায় তৃণমূল কর্মীরা। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি করেছেন দলের মধ্যে থেকে যারা নির্দল করবে তাদের দল থেকে বহিষ্কৃত করা হবে।
সেখানে টিকিট না পাওয়ায় মনক্ষুন্ন হয়ে দলে থেকে নির্দলে দাঁড়িয়েছে অনেক প্রার্থী, তাহলে কি এই ঘটনায় রয়েছে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, নাকি এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তৃণমূল। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের এ প্রসঙ্গে কোনো রকম ভাবে ভূমিকা দেখা যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।