সারদা নারদ কান্ডে সিবিআই তদন্তের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু !!??

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ৭,জুলাই :: সিবিআই-এর পূর্বাঞ্চলীয় দপ্তর সূত্রে খবর, সল্টলেকের সিজিও কমপ্লেক্সের শীর্ষ অফিসাররা মনে করছেন, শুভেন্দুর বিরুদ্ধে নারদা সারদা এই দুই মামলার তদন্ত শুরু না হলে রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ বা অন্য মামলার অগ্রগতি প্রশ্নের মুখে পড়ছে।

নিয়োগ দুর্নীতি বা অন্য তদন্তে যখনই শাসকদলের নেতা ও ঘনিষ্ঠদের কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে চাইছে তখনই শুভেন্দুকে ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন তুলে তূণমূল কংগ্রেস সিবিআই বা ইডিকে চাপে ফেলছে।

এখানেই শেষ নয়, একই মামলা ও এফআইআরের ভিত্তিতে যখন ফিরহাদ হাকিম বা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেপ্তার করা হয়েছে তখন অভিযুক্তের তালিকায় থাকা শুভেন্দুকে ছাড় দেওয়া নিয়ে জনমানসে সিবিআইয়ের ভাবমূর্তি যথেষ্ট ধাক্কা খেয়েছে।

শুধুমাত্র বিজেপি নেতা হওয়ার কারণেই সারদার এফআইআরে নাম থাকা ও প্রচুর প্রমাণ সত্ত্বেও গেরুয়া শিবিরের প্রশ্রয়ে ছাড় পেয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। স্বভাবতই পরিশ্রম করে অন্যান্য তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সিবিআইয়ের নিজস্ব কাজের ধারাকে নিরপেক্ষ দেখাতেই এবার বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে দুই মামলায় তদন্ত শুরুর জন্য কেন্দ্রীয় কর্তাদের সবুজ সংকেত চেয়ে বিস্তারিত তথ‌্য ও রিপোর্ট পাঠিয়েছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 1 =