দার্জিলিং এর চড়াই উৎরাই পথে পায়ে হেঁটে যাত্রা ভোট কর্মীদের!

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ৭,জুলাই :: দীর্ঘ ২২ বছর পর দার্জিলিঙে হচ্ছে দুইস্তর নির্বাচন, স্পর্শকাতর বুথের সংখ্যা খুব একটা বেশি না থাকলেও,রয়েছে প্রতিকূল আবহাওয়া। বেশ কয়েকটি বুথ ধস প্রবন এলাকায় রয়েছে। প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে দার্জিলিং জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে।

যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার। রাত পেরোলে নির্বাচন, দীর্ঘ ২২ বছর বাদে দার্জিলিঙে ভোট হচ্ছে। উল্লেখ্য মোট বুথের সংখ্যা ৫১৪, যার মধ্যে ধস প্রবন এলাকায় স্পর্শ কাতর বুথের সংখ্যা ১৪ টি রয়েছে। বেশিভাগ বুথ রয়েছে বিজনবারি এলকায়।

প্রসঙ্গত ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দ্যেশ্য রওনা হন ভোট কর্মীরা। ধস প্রবণ এলাকায় রয়েছে বেশ কিছু বুথ, পথ দুর্গম, চড়াই উতরাই। বেশ কিছু রাস্তা রয়েছে যার মধ্যে দিয়েছে যানবাহন চলাচল করতে পারে না। সেই কারণে সংলগ্ন এলাকাগুলোতে পায়ে হেঁটে যাত্রা করতে হয়েছে ভোট কর্মীদের।

ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে পাহাড়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়, সেই ব্যাপারে বিশেষ সতর্ক দার্জিলিং জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 17 =