নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৮,জুলাই :: পঞ্চায়েতে ভোটদান পর্ব শুরু হওয়ার আগেই রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব বর্ধমানের আউশগ্রাম। শুক্রবার সেখানে তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত হয়েছিলেন দু’পক্ষেরই বেশ কয়েক জন। গুরুতর আহত হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল হক (৩২)।
শনিবার সকালে কলকাতার এনআরএস হাসপাতালে মারা গেলেন তিনি। শুক্রবার আউশগ্রাম-২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল সিপিএম সংঘর্ষে রাজিবুল জখম হয়েছিলেন। প্রথমে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে গভীর রাতে তাঁকে এনআরএসে স্থানান্তরিত করানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।