কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,জুলাই :: রতুয়া-২ ব্লকের রাণীনগর হাই স্কুলে ১৮৪ ও ১৮৫ নাম্বার বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনে ছাপ্পা ভোটের অভিযোগ। অভিযোগ এদিন ভোট চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বুথে ঢুকে আগ্নেয়াস্ত দেখিয়ে সাধারণ মানুষকে বুথ থেকে বের করে দেয়।
এরপরে ছাপ্পা ভোট শুরু করে। সেই সময়য় উত্তেজিত জনতা রুখে দাঁড়ায় এবং তারা প্রতিবাদ শুরু করে। ছাপ্পা চলার সময় তৃণমূলের দুষ্কৃতীরা সেখান থেকে কোন রকমে পালাতে সক্ষম হয়। তবে একজনাকে গ্রামবাসীরা ধরে ফেলে ব্যাপক গণপ্রহার করে। উত্তেজিত জনতা বুথের ভেতর থেকে ব্যালট বক্স বের করে ব্যালট বক্স ভেঙে ফেলে। ছিড়ে ফেলে দেওয়া হয় ব্যালট।