কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,জুলাই :: সুলতান নগর অঞ্চলের যোগী লাল গ্রামে আজ সকাল থেকেই সিপিএম কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে যোগী লাল গ্রাম। দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে মোট ১৫ জন আহত হয়।
তাদের আশঙ্কা জনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোট পরবর্তী হিংসার জের থমথমে হয়ে রয়েছে যোগীলাল এলাকা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রাম জুড়ে চলছে পুলিশে টহলদারি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যোগী লাল গ্রামের ২২৪ নম্বর বুথের তৃণমূল প্রার্থীর সঙ্গে আজ সকালে এলাকার সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের গন্ডগোল বেধে যায়।
দুপক্ষই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে ওপরের ওপর চড়াও হয় এবং এই সংঘর্ষের জেরে প্রায় ১৫ থেকে ২০ জন দুপক্ষের মিলিয়া আহত হয়। দুপক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জমা করেছে ।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে।