আর কোনদিন রাজনীতি করবনা ,বললেন মৃত আবু সালেমের ছেলে

স্পর্শ দাস  :: সংবাদ প্রবাহ ::কুলতলি :: সোমবার ১০,জুলাই ::  “আর কোনদিন রাজনীতির সাথে যুক্ত থাকতে চাইনা”সংসার কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আবু সালেম খানের পরিবার। প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটে বাংলায় মৃত্যু হল আরও এক জনের। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি।

স্থানীয় সূত্রে খবর, ৮ই জুলাই শনিবার বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং বিজেপি। এই সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় এক জনের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আবু সালেম খান (৪৮)।স্থানীয় সূত্রে খবর, ভোটগ্রহণ পর্বের শেষ দিকে শনিবার সন্ধ্যায় কুলতলির জালাবেড়িয়া-১ পঞ্চায়েত এলাকার পশ্চিম গাবতলায় শাসক এবং বিরোধী দলের গন্ডগোল শুরু হয়।

বুথ দখল করে ছাপ্পা ভোটকে কেন্দ্র করে দু’পক্ষের গোলমালে শুরু হয় ভাঙচুর। সেই সময়ই পিটিয়ে মারা হয় আবুকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি এবং সিপিএম মিলে বুথ দখলের চেষ্টা করেছিল। সেই খবর পেয়ে পাশের গ্রাম থেকে তৃণমূল কর্মী আবু আসে। বাধা দিতে গেলে তাঁকে পিটিয়ে পরে গুলি করে মারা হয় বলে অভিযোগ।

অন্য দিকে, বিজেপির পাল্টা দাবি, তৃণমূলই বুথ দখল করে ছাপ্পা মারছিল। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেন। তা নিয়েই গোলমাল বেধে যায়। এই ঘটনায় বিজেপির এক জেলা পরিষদের মহিলা প্রার্থী-সহ বেশ কয়েক জন জখম হয়েছেন বলে অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + fifteen =