সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ১১,জুলাই :: কড়া নিরাপত্তার মধ্যে জলপাইগুড়িতে শুরু হলো ভোট গনণা। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে ভোট গনণার নিরাপত্তার কাজে।
গনণাকেন্দ্রে যে সমস্ত প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীরা প্রবেশ করছেন তাদের সম্পুর্ন চেকিং করে তার পর কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সকাল ঠিক আটটায় ভোট গনণা শুরু হয়েছে৷ প্রথমে গ্রাম পঞ্চায়েতের গনণা শুরু হয়েছে।
গনণার সময় ঘরে হয় প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্টকে যে কোনো এক জনকে ঘরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। দুই জন ঘরে থাকতে পারবেনা।
ধূপগুড়িতেও গণনা কেন্দ্রে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা।এদিকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা।