নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ১২,জুলাই :: এদিন নবান্নের সভাঘর থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বলেন আমার কি দোষ ? পঞ্চায়েতে মৃতদের জন্য দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, পঞ্চায়েতের নোটিফিকেশনের পর থেকে রাজ্যে সন্ত্রাসে মৃত মানুষদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ২ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কোনও দলের রঙ দেখে নয়, পঞ্চায়েতে হিংসার কারণে মৃতদের সবাইকেই সাহায্য করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে তাঁর দাবি, পঞ্চায়েতে হিংসায় মৃতদের মধ্যে অধিকাংশই তৃণমূল কর্মী।
এবছর একুশে জুলাইকে একটু অন্যভাবে পালনের ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ‘এবছর বিজেপির হাতে, সিপিএম-এর আমলে যাদের মৃত্যু হয়েছে, তাদের আমরা স্মরণ করব। একুশে জুলাই, ভোটের হিংসায় বিজেপি আমাদের অনেক কর্মীকে মেরেছেন। তাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব ওইদিন। ‘