বাসন্তীতে ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকায় এলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তি :: বৃহস্পতিবার ১৩,জুলাই :: ভোট পরবর্তী হিংসার সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করতে এলেন কেন্দ্রীয় বিজেপির তথ্য অনুসন্ধান দল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এদিন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায় পৌঁছায় ।

বাসন্তী পৌঁছানোর আগে কেন্দ্রীয় তথ্য অনুসন্ধানকারী দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং বুধবার যে সকল এলাকা গুলিতে পরিদর্শন করেছে সেই সকল এলাকাগুলোর রিপোর্ট রাজভবনের রাজ্যপালের কাছে দেন।

বৃহস্পতিবার দুপুরে বাসন্তীতে এসে ভোট পরবর্তী হিংসায় আহত বিজেপির কর্মী সমর্থক ও ভোটে দাঁড়ানো বিজেপি প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির কেন্দ্রীয় তথ্য অনুসন্ধানকারী দলের প্রতিনিধিরা। বিজেপির হয়ে দাঁড়িয়ে যে সকল প্রার্থীরা জিতে গিয়েছে তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

আক্রান্ত এক মহিলা বিজেপি কর্মীর সাথে দেখা করেন এবং সেই দিন কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে বিশদ তথ্য জানেন রবি শংকর প্রসাদ। এছাড়াও বাসন্তীর বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকাগুলি ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন তিনি। এই তথ্য রাজ্যপালের কাছে জমা দেবেন এমনটাই জানিয়েছেন রবি শংকর প্রসাদ।

বিস্তীর্ণ এলাকা পরিদর্শনের পর কুলতলী ও ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকে সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শনের কথা জানিয়ে রওনা দেন । রাতে শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস এ কোচবিহারে সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় তথ্য অনুসন্ধানকারী এই প্রতিনিধি দলের।

পাশাপাশি জানান এখানকার প্রশাসন শুধু ব্যর্থ নয়, সংবেদনশীলতা পর্যন্ত হারিয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তাঁদের বক্তব্য,মমতা কীভাবে সরকার চালাচ্ছেন, সেটা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আর এজন্য আমাদের কারও সিলমোহর প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 12 =