ভাঙড়ের আবারও বোমা বিস্ফোরন, আহত তিন

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ১৩,জুলাই :: ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ঝলসে গিয়েছেন বেশ কয়েকজন। বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

আহতদের কারও হাত, পা, কারও মুখ, কারও শরীর বীভৎসভাবে পুড়ে গিয়েছে। নির্বাচন পর্ব চলাকালীন একই দিনে দুই ভিন্ন রাজনৈতিক দলের তিনজন খুন হন। ভোটের গণনার দিন কাঠালিয়া হাইস্কুলের বাইরে মুড়ি মুড়কির মতো বোমা পড়েছিল।

পুলিশ কার্যত অসহায় হয়ে পড়েছিল সেই রাতে। ওই রাতেই আবারও গুলিবিদ্ধ হয়ে খুন হন তিনজন ।এবার বোমা বাঁধার সময় ভয়াবহ বিস্ফোরণ। ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচায় বোমা বিস্ফোরণ ঘটে। তিনজন গুরুতর আহত হন। আহতরা একটি গাড়িতে কলকাতার পথে রওনা দেন। কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ বাসন্তী হাইওয়ের কাঁটাতলা এলাকায় গাড়িটি আটকায়।

এরপরই গাড়ির ভিতরকার ভয়াবহ দৃশ্য দেখে চোখ কপালে ওঠে সকলের। ওই গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায় । এরপর আহতদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

পুলিশ, কেন্দ্রীয়বাহিনী এখনও মোতায়েন রয়েছে ভাঙরে । অথচ তারপরও এমন ভয়াবহ ঘটনা। তৃণমূলের অভিযোগ, আহতরা আইএসএফ কর্মী। তাঁরা বোমা বাঁধছিল বলেও অভিযোগ অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =