হাওড়ার সাঁকরাইলে মানিকপুর ও সারেঙ্গার ১৫টি বুথে ফের নির্বাচনের ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ১৩,জুলাই :: হাওড়ার সাঁকরাইলে মানিকপুর ও সারেঙ্গার ১৫টি বুথে ফের নির্বাচনের ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। ওই ১৫টি বুথে ফের পঞ্চায়েত ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে ওই ১৫টি বুথে।

তবে ভোটের দিন এখনও ঘোষণা করা হয়নি। বুধবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন শুরু থেকেই সাঁকরাইল ছিল উত্তপ্ত। দফায় দফায় হয় সংঘর্ষ গণ্ডগোল হয় বলে অভিযোগ ওঠে।

এই ব্যাপারে হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর, মূলত ওই ১৫টি বুথ থেকে ভোট দেওয়া ব্যালট ছিনতাই অথবা জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। ওই ১৫টি বুথের মধ্যে ৯টি বুথ মানিকপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। এর পাশাপাশি বাকি ৬টি বুথ সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনে। তবে এখনও ঠিক হয়নি কবে নির্বাচন হবে।

এরই সঙ্গে বালি-জগাছা থানার বালি ৭ এর ৭৬৯নং বুথে গণনার দিন ৭৩টি ব্যালট ছিনতাই করা হয় বলে অভিযোগ ওঠে। এই ব্যাপারে আদালতে মামলা হয়েছে। সেইজন্য এটি এখন বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =