নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ১৪,জুলাই :: নদীর ধার থেকে বিজেপি ও বামকে ভোট দেওয়া একগুচ্ছ ব্যালট পেপার উদ্ধারকে ঘিরে ধুন্ধুমার কান্ড কুমারগঞ্জে। গণনা কেন্দ্র থেকে সামান্য দুরত্বেই উদ্ধার হয়েছে বৈধ ব্যালট পেপারগুলো।
বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে। ঘটনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলে রাতেই বিডিও অফিস ঘেরাও করেন বাসিন্দারা। যাদের ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জও করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
যার জেরে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বেশ কয়েকজন বাম ও বিজেপির নেতা কর্মীরা। যাকে ঘিরে তুমুল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির অভিযোগ, মানুষের রায়কে ভুলন্ঠিত করেছে তৃণমূল ও প্রশাসন।
ইচ্ছাকৃতভাবে যে বিজেপি প্রার্থীদের হারানো হয়েছে এই ঘটনা তাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ঘটনা নিয়ে লিখিতভাবে রাজ্যপাল ও নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন বলেই দাবি করেছে তৃণমূল।