১৫ বছরের ঘাসফুল দুর্গে ধ্বস – এবার এখানে পঞ্চায়েত গঠন করবে বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শুক্রবার ১৪,জুলাই :: তৃণমূলকে হারিয়ে মাথা ন্যাড়া করে শুদ্ধিকরণ ও পাপমুক্ত করল বিজেপি কর্মী সমর্থকেরা।একই সাথে আনন্দ উৎসবে মাতলেন গ্রামবাসীরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের ১৮ আসন বিশিষ্ট ভাজন ঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর নিজেদের দখলে রেখেছিল শাসক দল তৃণমূল।

সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে ১২ টি তে জয়লাভ করেছে বিজেপি। তৃণমুল পেয়েছে ৬টি আসন। ১৫ বছরের ঘাসফুল দুর্গে ধ্বস নামিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করার পর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি।

তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত মুক্ত হওয়ার আনন্দে বৃহস্পতিবার ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন এলাকার স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি, দীর্ঘ এতগুলো বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও এলাকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কোনো কাজ করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + twenty =