নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৬,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আয়মাপাড়া গ্রামে ভোটকেন্দ্রের পাশের জঙ্গল থেকে বেশকিছু ব্যালট উদ্ধার হল।শনিবার ।শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম।
সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতের আয়মাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ঝোপজঙ্গলের মধ্যে বেশকিছু ব্যালট এদিন সকালে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান পড়ে থাকা ওইসমস্ত ব্যালটের কয়েকটির ওপর সিপিএমের প্রতীকে ছাপ দেখতে পাওয়া গিয়েছে।জানা যায় আয়মাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৬৭ নম্বর বুথের ভোটগ্রহণ হয়েছিল।
এই বুথে গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোৎস্না বেগম এবং সিপিএমের প্রার্থী হাসনাবিবি শেখ । ফলাফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোৎস্না বেগম ২০৫ ভোটে জয়ী হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।
সিপিএমের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের অভিযোগ,” শাসকদল ভোটের প্রথম থেকেই সন্ত্রাস করে এসেছে। ভোটের দিনেও আয়মাপাড়া গ্রামের বুথ থেকে বিরোধীদলের এজেন্টকে মারধর করে বের করে দেয় তৃণমূলের লোকজন । গননার দিনেও কারচুপি হয়েছে। এখন সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট উদ্ধারের পর কারচুপির ঘটনা পরিষ্কার বোঝা যাচ্ছে ।
সিপিএম নেতৃত্ব জানিয়েছেন তারা আদালতের দ্বারস্থ হবেন।রাজ্য তৃনমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান ভাতারের আইমা পাড়ার ঘটনাটি নিয়ে সিপিআইএম মিথ্যা প্রচার করছে ।কারন এই পঞ্চায়েত নির্বাচন তারা হেরে যাবার পর প্রচন্ড হতাশা থেকে তারা এই ধরনের কাজকর্ম করে বেরাচ্ছে।