একুশে জুলাই এর প্রস্তুতি মিটিং এ ঘাটাল টাউন হলে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া নেতাদের সংযমী হওয়ার পরামর্শ দিলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার ১৬,জুলাই :: বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় একটি কথা কর্মীদের উদ্দেশ্যে বলতেন মাতব্বরি করবেন না। একুশে জুলাই এর প্রস্তুতি মিটিং এ ঘাটাল টাউন হলে রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া নেতাদের সংযমী হওয়ার পরামর্শ দিলেন।

পাশাপাশি তিনি পঞ্চায়েত ভোটের ফলাফলের মূল্যায়ন করার নির্দেশ দিলেন । মানস বাবু তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মঞ্চে নেতাদের দিকে তাকিয়ে রীতিমতো ধমক দেয়া শুরু করলেন। মাথার টুপি খুলে গায়ে রোদ লাগানোর কথা বলেন নেতাদের।

তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের হিসেবের নিরিখে ৩৭ হাজার ভোটে বিজেপির বিধায়ক শীতল কপাট পিছিয়ে আছেন। তার কপাট বন্ধ ।

কেশপুরে তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য ফলাফলের জন্য তিনি মন্ত্রী শিউলি সাহার প্রশংসা করেন। মিটিংয়ে জেলা পরিষদের সব সদস্য না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। কেন তারা আসেননি জানতে চান তিনি। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে এখনো পর্যন্ত মৃত্যুর পরিসংখ্যানের পাশাপাশি ২ হাজার ৩ সাল থেকে তিনি পরিসংখ্যান দেন।

তিনি ২০০৩ সাল থেকে পরিসংখ্যান দেন। ১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে অভিযোগ করে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

২১ জুলাই রক্ত ঋণ শোধ করার দিন বলে মানস বাবু উল্লেখ করেন। ছিলেন ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক অরূপ রায়, বিধায়ক মমতা ভূঁইয়া, দিলীপ মাঝি, বিকাশ কর, শংকর দলুই সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =