নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: রবিবার ১৬,জুলাই :: আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির বড়োসড়ো সাফল্য ! গত ৩ জুলাই লিখিত অভিযোগ দায়ের করা হয় মেসার্স সুদেষ্ণা এন্টারপ্রাইজ কোম্পানির পক্ষ থেকে ! ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এর ৩৩ কেভি লাইনের রেল পোল চুরির ঘটনায় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নামে।
স্থানীয় সূত্রে খবর গত জুন মাসের ২৪তারিখে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ি এলাকার দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের মাইথন অ্যালয়স কারখানা সংলগ্ন এলাকা থেকে ২২টি রেল পোল চুরির ঘটনা ঘটে !২২টি রেল পোল যার ওজন (১৩.৭৫মেট্রিক টন ) ট্রাকে উঠিয়ে নিয়ে যায় দুষ্কৃতিরা !
এর পর চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নেমে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি থানার পুলিশ যৌথ ভাবে গত ১৩জুলাই অভিযান চালিয়ে বিহারের সীতামারী জেলার ডুমরা থানার এলাকা থেকে ১৬তারিখ অর্থাৎ রবিবার চৌরাঙ্গি ফাঁড়িতে ওই রেল পোলগুলি প্রায় সমস্তই উদ্ধার করে নিয়ে আসে।
পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই বিষয়ে অভিযোগ কারী নন্দগোপাল গুপ্ত পুলিশকে সাধুবাদ দেন তার চুরি যাওয়া রেলপোল গুলো ফিরে পেয়ে!!