সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :- সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুজোর শুরুতে নতুন অ্যাপ চালু করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। চতুর্থীর দিন বিষ্ণুপুরে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘আস্থা’। ‘গুগল প্লে’তে পাওয়া যাবে এই অ্যাপ। যে কোন বিপদে পড়লে অ্যাপের মাধ্যমে বিপদ সংকেত পাঠালেই ঘটনাস্থলে পৌঁছে যাবে জেলা পুলিশের কুইক রেসপন্স টিম।
এদিন অ্যাপ উদ্বোধনের পর শারদীয়ার শুভেচ্ছা জানান সাংসদ। অভিষেক বলেন, ‘ডায়মন্ড হারবারে আস্থা, সমাজ বিরোধীরা শায়েস্তা।’ পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডায়মন্ড হারবার ছাড়াও অন্য জেলাতেও যে কোন মানুষ বিপদে পড়লে অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জেলায়।’ অ্যাপ উদ্বোধনের পাশাপাশি পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে জেলা পুলিশ। সাংসদ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল সহ জেলার অন্যান্য পুলিশ কর্তা ও বিধায়করা।