নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৮,জুলাই :: মালদা জেলার গাজোল ব্লকের বয়েজ হাই স্কুলে ডিসিআরসি করা হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে। গত ১১জুলাই মালদা জেলার তথা সারা রাজ্যের পঞ্চায়েত ভোট গণনার ফল প্রকাশ হওয়ার পরেও মালদার এই বয়েজ স্কুলে এখনো পর্যন্ত শুরু হয়নি সঠিকভাবে পঠন পাঠান।
ছাত্ররা স্কুলে এলেও তারা ক্লাসরুমে ঢুকতে পারছেনা তালা মেরে রাখার কারণে । যে সমস্ত ঘর খোলা রয়েছে সেই ঘরের আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে এবং এই ভাবে বহু সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ করছে ছাত্ররা।
ছাত্রদের অভিযোগ ঠিকমত ক্লাসে ঢুকতে পারছেনা । এতে পড়াশোনার অসুবিধা হচ্ছে ।সেই কারণে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে । যাতে এই পরিস্থিতি তাড়াতাড়ি সমাধান করা হয়। গাজোল বিডিও অফিসে ছাত্রেরা অবস্থান বিক্ষোভও করে মূল গেটে তালা মেরে দিয়ে ।