এবার তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগে গ্রেফতার দুই

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর: :: মঙ্গলবার ১৮,জুলাই :: গত ১৪ তারিখ রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দক্ষিণবাগিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় তৃণমূল কর্মী প্রলয় মণ্ডল। সেই খুনে প্রতিবেশী বীরেন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করে নিহতের পরিবার।

পুলিশ এই খুনে বীরেনের দুই সহযোগী আরিফ আলি মণ্ডল ও বিপ্লব মণ্ডলকে স্থানীয় সামালি থেকে গ্রেফতার করে। একসময় প্রলয়, তাঁর দাদা বেতাল মণ্ডল অভিযুক্ত বীরেন মন্ডলের সঙ্গে একসঙ্গে এলাকায় প্রমোটিং করতেন। পরে বেতাল আলাদা হয়ে নতুন দল গড়ে। তারপর থেকে দু’‌পক্ষের শত্রুতা চরমে ওঠে।

গতবছর বীরেনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল প্রলয়ের দলবল। অল্পের জন্য রক্ষা পায় বীরেন। তারপর থেকে বাড়িছাড়া ছিল বীরেন। সেদিন রাতে প্রলয়ের বাড়ির খুব কাছে দুষ্কৃতীরা ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। মূলত এলাকা দখল ও প্রমোটিং বিবাদের জেরে এই খুন বলে দাবী ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ঢালির। মূল অভিযুক্ত বীরেন পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =