৪৪ বছরে কারও কাছেই ধরা না দেওয়া কাশ্মীরের ব্রহ্মা ১ শৃঙ্গ জয়

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: মঙ্গলবার ১৮,জুলাই :: সফলভাবে ব্রম্ভা ১ (৬৪১৬মিটার) অভিযান সফল হল সোনারপুর আরোহীর। এই প্রথম কোনো ভারতীয়রা এই অভিযানে সফল হল। প্রথমবার ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন আরোহণ করে।

১৯৭৮ সালে ইংলন্ডের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। তারপর ১৯৭৯ সালে জাপানের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। প্রথমবার আরোহণের ৫০ বছর পুর্তি উপলক্ষে এই অভিযান। রুদ্রপ্রসাদ হালদারারের নেতৃত্বে ১৫ জনের একটি দল রওনা দেয় সোনারপুর থেকে দুটি ভাগে ভাগ হয়ে।

প্রথম দলটি যায় ২৭শে জুন। দ্বিতীয় দলটি যায় ৩০শে জুন। গতকাল রাত্রি ১১টা নাগাদ ৫ জন শেরপা ও ৯ জনের দল সামিটের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সামিট করে তারা।গত ৪৪ বছরে কারও কাছেই ধরা দেয়নি কাশ্মীরের ব্রহ্মা ১ শৃঙ্গ (৬৪১৬ মিটার)।

সেই খরা কাটাতে রবিবার সকালে তুষারপাত, হোয়াইট আউটের মধ্যেও ব্রহ্মার শীর্ষের দিকে এগোচ্ছিলেন বাংলার ন’জন আরোহী। সঙ্গী ছয় শেরপা। বাকি ছিল মাত্র ১৩৬ মিটার। তখনই ছন্দপতন। সামিটের রুট খুলতে গিয়ে ৭০ মিটার নীচে পড়ে গেলেন ওই দলের সঙ্গে থাকা এক শেরপা। তাই ব্রহ্মার স্বপ্নকে অধরা রেখেই ক্যাম্প ২-তে ফেরেন আরোহীরা।

তার পরে সোমবার রাতে বেরিয়ে আরও এক বার ব্রহ্মাকে ছুঁয়ে দেখার চেষ্টা করতে চান দলনেতা রুদ্রপ্রসাদ হালদার ও তাঁর দলবল। কাশ্মীরের কিস্তওয়াড় জেলার এই বিপজ্জনক ও কঠিন শৃঙ্গে অভিযান চালালেন সোনারপুরের একটি পর্বতারোহণ ক্লাবের ১২ জন আরোহী।

রুদ্র জানান, শনিবার রাত ১২ টা নাগাদ অল্প তুষারপাতের মধ্যেই সামিট-যাত্রা শুরু হয়। ভোর ৫টায় ৬১৫৬ মিটার উচ্চতায় পৌঁছে যান রুদ্রপ্রসাদ ও তাঁর ৮ সঙ্গী সপ্তশৃঙ্গজয়ী সত্যরূপ সিদ্ধান্ত, পার্থসারথি লায়েক, অভীক মণ্ডল, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিস মজুমদার, নৈতিক হালদার, উদ্দীপন হালদার ও তুহিন ভট্টাচার্য।

১৯৭৩ সালে ব্রিটিশ পর্বতারোহী স্যর ক্রিস বনিংটন এই শৃঙ্গে প্রথম আরোহণ করেন। তার পর থেকে একাধিক অভিযানই ব্যর্থ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seven =