ভোট পরবর্ত্তী হিংসা রুখতে পুলিশকে সঙ্গে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ১৬,জুলাই :: ভোট পরবর্ত্তী হিংসা রুখতে পুলিশকে সঙ্গে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। মঙ্গলবার ইন্দাস থানা এলাকার আকুই-১ গ্রাম পঞ্চায়েতের ছোটো গোবিন্দপুর বাজার এলাকায় রুট মার্চ করেন তারা।

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্ত্তী হিংসায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। ঐ ঘটনার পূনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বস্তিতে ঐ এলাকার মানুষও। ভোট পরবর্ত্তী হিংসা বন্ধে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 10 =