গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতাকে দেখতে যান শওকত আরাবুলরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ১৯,জুলাই :: ভোট পর্ব মিটলেও ভাঙড়ে সন্ত্রাসের কোনও খামতি নেই। মঙ্গলবার থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। বুধবার সকাল থেকেও এলাকা থমথমে। ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে রয়েছে বোমার সুতুলি।

আহত তৃণমূল নেতা হাতেম মোল্লার স্ত্রী-সহ পরিবারের সদস্যরা আতঙ্কে ভুগছেন। আইএসএফরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও আইএসএফ সেই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর এলাকায় রুটমার্চ চালাচ্ছে পঞ্জাব পুলিশ।ভাঙড়ে রাজনৈতিক হিংসার ঘটনার পিছনে মদত দিচ্ছে বিজেপি।

বিস্ফোরক অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। মঙ্গলবার ভাঙড়ে গুলিবিদ্ধ হন আরও এক তৃণমূল কর্মী। তিনি বর্তমানে ভাঙড়েরই একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। বুধবার সেখানেই গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতাকে দেখতে যান শওকত মোল্লা। শওকত বলেন, “ভাঙড়ে কেউ নিরাপদ নন। আরাবুল, হাকিমুল কেউ নিরাপদ নন।

যেভাবে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বোমা-গুলির বৃষ্টি চলছে, তাতে আর বলার কিছু নেই। সাধারণ মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ কঠোর পদক্ষেপ করুক।

শওকত মোল্লার পাশাপাশি নার্সিংহোমে গিয়েছিলেন আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, আহসান মোল্লারা। প্রাণনাশের আশঙ্কা করছেন আরাবুল ইসলামও। তিনি বলেন, আমার আর আমার ছেলেকে খুন করার চক্রান্ত করছে আইএসএফ। সবাই আমরা আতঙ্কে রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =