নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার করল চন্ডীতলা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বুধবার ১৯,জুলাই :: নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার করল চন্ডীতলা থানার পুলিশ। সেই সাথে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমন দীপ একথা জানিয়ে বলেছেন, অভিযুক্তরা এত পরিমান নগদ টাকা কোথা থেকে পেল, তা কোথায় নিয়ে যাওয়া যাচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল চন্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় নাকা চেকিং করার সময় একটি মোটর বাইক করে দুই ব্যক্তি যাওয়ার সময় তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাদের কথার অসঙ্গতিতে গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়া যায়।

তখনই সন্দেহভাজন দুজনকে মোটরবাইক সমেত আটক করে চন্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয় । পুলিশ জানিয়েছে, টাকার সঠিক উৎস অভিযুক্তরা জানাতে পারেনি এবং এতগুলো টাকা নগদে তারা কোথায় নিয়ে যাচ্ছিল, তার ও কোন সঠিক তথ্য তারা দিতে পারেনি। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, আজকে তাদের মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম সমীর মল্লিক ও সামি উল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − twelve =