নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১৯,জুলাই :: উত্তর হাওড়ার ১৬ নম্বর বৃন্দাবন দত্ত লেন।বাঁধাঘাট শ্মশানে যাবার রাস্তা এটি।এখানে রয়েছে বহু পুরানো একটি দোতলা বাড়ি।রক্ষনাবেক্ষনের অভাবে বাড়িটি বিপজ্জনক অবস্থা হয়ে পড়ে।আজ দোতলার একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
স্থানীয় বাসিন্দা শিশির কর জানান এলাকার মানুষ ছাড়াও শ্মশান যাত্রীরা আসেন এই রাস্তা দিয়ে।বড় ঘটনা ঘটতে পারতো।এই বাড়িতে চারটি পরিবার ভাড়া থাকে।ডি প্রধান নামে এক ভাড়াটিয়া বলেন বাড়িওয়ালাদের শরিকি ঝামেলা চলছে।বহু বছর রক্ষণাবেক্ষণ হয়নি।তাদের ঘর সারাতে দেওয়া হয়নি।জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হয়।
প্রশাসনের উচিৎ ব্যবস্থা নেওয়া।হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, শহরে বিপজ্জনক বাড়ি থাকলেই নোটিশ দেওয়া হচ্ছে অনেক বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।আজকের ঘটনার খবর পেয়ে পুরসভার লোকজন ঘটনাস্থলে যায়।ঠিক কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর হাওড়ার বিজেপি নেতা উমেশ রায় জানান, এদিন যে বাড়িটি ভেঙে পড়েছে হাওড়া শহরে এই ধরনের অসংখ্য পুরনো ও বিপদজনক বাড়ি রয়েছে। হাওড়া পুরসভাকে সেই সব বাড়ির ভেঙে ফেলার জন্য বারবার চিঠি দেওয়া হলেও পুরসভার বিপদজনক বাড়িগুলির সামনে একটা করে নোটিশ টাঙিয়ে দিয়েই দায় সারছে।ফলে নাগরিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।