নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ২০,জুলাই :: গুলি করে খুন গৃহবধু । মৃতার নাম ছালিমা সরদার । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কানিংয়ের হাটপুকুরিয়া গ্রামের দক্ষিণ ডেভিস আবাদ এলাকায়। ঘটনার পর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বামীর নাম বাবুর আলী সরদার।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাড়িতে ঘরের মধ্যে শুয়েছিল স্বামী স্ত্রী। তখনই বাইরে কিছু একটা আওয়াজ হয়। সেই আওয়াজ শুনে মহিলা লাইটের আলো ফেললে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি মাথায় লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই মহিলার। বিরাট পুলিশ বাহিনী যায় এলাকায় এবং দেহটি তুলে নিয়ে চলে আসে।
শুরু হয়েছেন ঘটনা তদন্ত। দেহটি পাঠানো হয়েছে ময়নাতনদের জন্য। কি কারনে খুন হলো ওই মহিলা তা জানার চেষ্টা করছে পুলিশ। পুরনো কোন শত্রুতা কারণেই এই খুন হয়ে থাকতে বলে এমনটাই অনুমান। গভীর রাতে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে খবর, বিগত সাত বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা-আমতলা গ্রামের ছালিমার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ডেভিসাবাদ গ্রামের বাসিন্দা বাবুরালি সর্দারের সঙ্গে। ওই দম্পতির পাঁচ বছরের এক ছেলেও রয়েছে।অভিযোগ, বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে ছিলেন ওই মহিলা ঘরের মধ্যে।
আচমকা রাত দুটো নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী ছালিমার বাড়িতে চড়াও হয়। এরপর ওই গৃহবধূ আওয়াজ শুনে টর্চ জ্বালাতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। মুহুর্তে লুটিয়ে পড়েন মাটিতে। এ দিকে, গুলির শব্দ পেয়ে আত্মীয় প্রতিবেশীরা দৌড়ে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
পুলিশ এসে মৃতদেহটি ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি।