ফুলহার নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে রাজ্যের সেচ দফতরকে বিঁধলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২০,জুলাই :: ফুলহার নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে রাজ্যের সেচ দফতরকে বিঁধলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। বুধবার সকাল থেকে হরিশচন্দ্রপুরের ভাঙন কবলিত এলাকা ঘুরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, নদীতে বাঁশ ও বালির বস্তা ফেলে সরকারি টাকা অপচয় করছে রাজ্য সরকার। এদিন হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা রশিদপুর, কাউয়াডোল, ভাকুরিয়া-সহ ভাঙন কবলিত একাধিক এলাকা নৌকায় চেপে পরিদর্শন করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।

বিজেপি সাংসদ জানান রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে ভাঙ্গন নিয়ে কোন চিঠি দেওয়া হয়নি। এবং কি সেচ মন্ত্রীর তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি আরো জানান রশিদপুর, কাউয়াডোল এলাকার বাসিন্দাদের থাকার ব্যবস্থা না করলে মালদা ডিএম অফিস ঘেরাও করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =