নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ২১,জুলাই :: সচিত্র পরিচয় পত্রের দাবিতে বাম সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩জন কংগ্রেস কর্মী।
কোলকাতার ধর্মতলার যখন তৃণমূলের পক্ষ থেকে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালন করা হচ্ছে।তখন শুক্রবার পানাগড় বাজারে পাল্টা শহীদ দিবস পালন করলো কংগ্রেস কর্মীরা।
কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এদিন পানাগড় বাজারে ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে শহীদদের শ্রদ্ধা জানালেন কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি,জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস,কংগ্রেস নেতা মোজাম্মেল হক,সহ অন্যান্যরা।
কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানজির অভিযোগ যারা শহীদ হয়েছিলেন তারা কংগ্রেসের কর্মী ছিলেন। তাদের কে যারা হত্যা করেছিল।সেই সমস্ত আধিকারিকরা আজ তৃণমূলের শহীদ দিবসের সভা মঞ্চে বসে আছে।এখনো শহীদরা সুবিচার পায় নি। তাই প্রতি বছরের মত আজকের দিনটিকে তারা দুঃখের দিবস ও শোক দিবস হিসেবে পালন করে আসছেন।