নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২২,জুলাই :: টিউশন পরতে গিয়ে শনিবার সকালে রাস্তায় পরে মৃত্যু হলো এক ১৬বছরের নাবালকের ।বাড়ি বর্ধমানের আউসগ্ৰাম থানার অন্তরগত বন-নবগ্ৰাম এলাকার বাসিন্দা। সকালে গুসকরা রেলগেট পার হতে গিয়েই হুচুট খেয়ে পড়ে যায়।
 প্রথমে একবার পড়ে যায় তারপর আবার দ্বিতীয়বার হুচুট খেয়ে পড়ে যায় সে । সেখান থেকে তড়িঘড়ি তার বন্ধু বান্ধবরা তুলে গুসকরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে ।মৃতদেহ শনিবার ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
প্রথমে একবার পড়ে যায় তারপর আবার দ্বিতীয়বার হুচুট খেয়ে পড়ে যায় সে । সেখান থেকে তড়িঘড়ি তার বন্ধু বান্ধবরা তুলে গুসকরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে ।মৃতদেহ শনিবার ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

