সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ২৩,জুলাই :: আদালতের নির্দেশে এবছরেও বন্ধ থাকবে মন্দিরের গর্ভ গৃহ। চ্যানেল মারফত ঢালতে হবে জল। গত বছরের মতো এ বছরেও শ্রাবণী মেলা উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় জল ঢালতে পারবেন না ভক্তরা।
তার পরিবর্তে গত বছরের মতো তৈরি করা হবে চ্যানেল। যার মাধ্যমে জল গিয়ে পৌঁছবে গর্ভ গৃহে। আর সেটা জয়েন্ট স্কিনের মাধ্যমে দেখতে পারবেন ভক্তরা।
শুক্রবার সকালে ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে আসেন ময়নাগুড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্র নন্দী, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। তারা ঘটনাস্থলে এসে মন্দির কমিটির সম্পাদক কে ঘটনাস্থলে ডাকলে তিনি আসেননি। পরবর্তীতে জল্পেশ মন্দির কমিটির অফিস ঘরের দেওয়ালে কোর্টের নির্দেশিকা পত্রটি সাটিয়ে দেওয়া হয়।
বিডিও জানান, একটি জনস্বাস্থ্য মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস নির্দেশ দিয়েছে আগের বছর যে নিয়ম ছিল সেই নিয়ম বলবত থাকবে। এই একই নিয়মে জল ঢালা হবে। এদিন কাজ শুরু করে দেওয়া হল চ্যানেল তৈরির জন্য। জায়ান্ট স্ক্রিন বসানো হবে।
এদিকে ইতিমধ্যেই সেই চ্যানেল তৈরির কাজ শুরু করেছেন মন্দির কর্তৃপক্ষ। তবে আদালতের নির্দেশিকার ফলে আপাতত টিকিট বন্ধ থাকবে ভক্তদের জন্য। যেহেতু মন্দির কর্তৃপক্ষ থেকে বেশ কিছু ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে ফলে তাদের খরচ বহন করতে না পারায় তাদের আপাতত বসিয়ে রাখা হবে। ফলে নিরাপত্তার পুরো বিষয়টি পুলিশ প্রশাসন দেখবেন বলে জানিয়েছেন মন্দিরের সম্পাদক গীরিন দেব।