সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ২৩,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরচক এলাকার বাসিন্দা হরেন্দ্রনাথ কামিলা । বাদল কামিলদের তিন ভাইয়ের একান্নবর্তী পরিবার । চল্লিশ বিঘা জমিতে প্রতিবছর তারা ধান চাষ করেন । এবছর এক কুইন্টাল বীজ ধান তলা করেছিলেন একটি জমিতে ।
রবিবার সকালে জমিত গিয়ে হঠাৎ দেখতে পান তলাগুলি সব শুকিয়ে গিয়েছে । দেখা মাত্র কান্নায় ভেঙে পড়েন বাদল কুমিল্লা ও তার গোটা পরিবার । ঘাস মারার বিষ কেউ ওই তলায় দিয়ে দিয়ে রাতের অন্ধকারে এমনটাই মনে করছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবার । এবছর কিকরে চাষ হবে এই চিন্তায় একরকম নাওয়া-খাওয়া শিকেয় উঠেছে তাদের ।
ইতিমধ্যে ঢোলাহাট থানায় গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন । তবে বিরোধী কারোর বা কোনো দলের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করতে চায়নি ।বাদল কামিলা বলেন, তার ভাই হরেন্দ্রনাথ কামিলা বিজেপির এই এলাকার অঞ্চল সাধারণ সম্পাদক ।
এই এলাকায় বিজেপি ভোট যুদ্ধে একটিও আসন পায়নি । অঞ্চলের ১৭ টি আসনই গিয়েছে শাসকদলের ঝুলিতে। অর্থাৎ অঞ্চল বিরোধীশূন্য। তারই মধ্যে এত বড় সর্বনাশ কে বা কারা করল প্রশাসন যেন তাদের খুঁজে বার করে ও শাস্তি দেন ।