সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৩,জুলাই :: ভরা বর্ষা, তীব্র জল কষ্টে ভুগছে শহরবাসী। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল এলাকাগুলিতে তীব্র জল কষ্টে ভুগছে সাধারণ মানুষ। বেশ কিছু এলাকায় জল আসছে না। আবার দেখা যাচ্ছে জল খুব অল্প সময়ের মধ্যে জল চলে যাচ্ছে।
জল পেতে নাকাল হচ্ছেন এলাকাবাসী। জলের জন্য রাস্তায় রাস্তায় লাইন , পানীয় জল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আমজনতাকে। বেশ কিছুদিন ধরে জলের সমস্যা চলছে।
প্রসঙ্গত এই বিষয়ে পুরসভা জানিয়েছে, অত্যাধিক বৃষ্টিপাতের কারণে ফুলবাড়ীর জল অপরিশ্রুত হয়ে গেছে। পরিশ্রুত করতে বেশ সময় লাগছে, যার জন্যই জলের সমস্যা দেখা যাচ্ছে শহরে। পুরসভায় জলের সমস্যা নিয়ে প্রচুর অভিযোগ জমা হচ্ছে বলে জানা গেছে।