মনিপুর ও এরাজ্যের মালদার বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে কালো ব্যাজ পরে বাঁকুড়ায় পথে নামলো নাগরিক সমাজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ২৪,জুলাই :: এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না…’ মনিপুর ও এরাজ্যের মালদার বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে কালো ব্যাজ পরে বাঁকুড়ায় পথে নামলো নাগরিক সমাজ।

রবিবার শহরের বিভিন্ন সংগঠনের সদস্য, ছাত্র ছাত্রী, অভিভাবক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা এক মৌন মিছিলে অংশ নেন। এদিন বঙ্গ বিদ্যালয়ে মিছিল শুরু হয়ে চক বাজার-পোদ্দার পাড়া ঘুরে মাচানতলা মোড়ে শেষ হয়। পরে বৃষ্টিকে উপেক্ষা করেই নাগরিক সমাজের পক্ষ থেকে ‘শিরদাঁড়া রিচার্জ’ নামে একটি পথ নাটিকা মঞ্চস্থ করা হয়।

সাংস্কৃতিক আন্দোলনের কর্মী সৌম্য সিনহা বলেন, মনিপুর ও মালদার ঘটনা প্রকাশ্যে আসতেই আমরা স্তম্ভিত। যেখানেই এধরণের ঘটনা ঘটুক রাজনৈতিক দলাদলির উর্দ্ধে উঠে তাঁরা প্রতিবাদে সামিল হবেন বলে তিনি জানান।

নাট্যকর্মী ঝিনুক দুয়ারী বলেন, আমরা যারা সাংস্কৃতিক কর্মী তাদের শুধুমাত্র নাচ, গান, নাটক করেই দায়িত্ব শেষ হয়ে যায়না। বর্তমান সময়ে আমাদের দেশ ও রাজ্যে যে ধরণের অন্যায় অত্যাচার চলছে তার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসেবে নাটককেই তাঁরা বেছে নিয়েছেন বলে তিনি জানান।

শহরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী স্নেহাশীষ রায় এদিনের প্রতিবাদ কর্মসূচী ও পথ নাটকে অংশ নিয়ে বলেন, একজন সচেতন নাগরিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে অন্যায়-অবিচার নিয়ে জনসচেতনতা তৈরীও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর নাটকের মাধ্যমে সেই জনসচেতনতা তৈরীর চেষ্টা তারা করছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =