নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৪,জুলাই :: গোটা রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বর্ধমান শহরের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির। আকারে বিশাল হবার কারণে এই শিব ‘মোটা শিব’ নামেও পরিচিত। অনেকেই আবার ‘বুড়ো শিব’ বলেন ।
জানা যায় , ১৯৭২ সালে এলাকায় পুকুর খোঁড়ার জন্য মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হঠাৎই পাথরের গায়ে গাঁইতির আঘাত লাগে। শুরু হয় ধীরে ধীরে খোঁড়া। বের হয় গৌরিপট্ট-সহ এই বিশাল আকারের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় ছয় ফুট। ওজন ১৩ টনেরও বেশি।
গোটাটাই একটিই কালো পাথর নিপুনভাবে কেটে তৈরি। ক্রেনে করে তুলে স্থাপন করা হয় সেই শিবলিঙ্গ। রয়েছে দুধপুকুর। সেই পুকুরে স্নান করে পুজো দেন ভক্তরা। শ্রাবণ মাসে পাওয়া গিয়েছিল। তাই সেই মাসে এই শিবের আবির্ভাব দিবস পালন করা হয়।
শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার তাই বহু ভক্তদের ভিড় সকাল থেকে বর্ধমানেশ্বর শিব মন্দিরে। আলমগঞ্জ এলাকায় দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন । শিবের মাথায় জল ঢালার জন্য দীর্ঘ প্রতীক্ষা ।