নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: সোমবার ২৪,জুলাই :: শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে তলিয়ে গেল দুইজন তরতাজা যুবক। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত সৈদাবাদের ঘাটবন্দর নিয়াল্লিশ পারা ফেরিঘাটে।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য ভোর সাড়ে তিনটার দিকে পাঁচ বন্ধু মিলে ব্যাসপুর মন্দিরে শিবের মাথায় জল ঢালবে বলে ভাগিরথী নদীতে জল ভরতে ও স্নান করতে আসে। সাঁতার না জানার জন্য হঠাৎ এক বন্ধু তলিয়ে গেলে বাকি সকলেই সেই বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে যায়।
তাকে বাঁচানো সম্ভব হলেও দুই বন্ধু প্রীতম সিংহ প্রথম বর্ষের ছাত্র ও অনিন্দ মন্ডল তৃতীয় বর্ষের ছাত্র দুজন নদীতে তলিয়ে যায়। তড়িঘড়ি খোঁজাখুঁজি শুরু করলেও তাদের কোন খোঁজ মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । পরিবারে শোকের ছায়া।
বহরমপুর প্রশাসনের পক্ষ থেকে প্রথমে স্থানীয় ডুবুরীদের নামানো হলেও এখনো পর্যন্ত সেই কিশোরদের কোন খোঁজ মেলে নি। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে খোঁজাখুঁজি করা ব্যবস্থা করা হচ্ছে।