বিধানসভা নির্বাচনে জয়ী হলেও অবশেষে জীবন যুদ্ধের লড়াইয়ে হেরে গেলেন ধূপগুড়ির বিধায়ক তথা বিজেপি নেতা বিষ্ণুপদ রায়

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: মঙ্গলবার ২৫,জুলাই :: বিধানসভা নির্বাচনে জয়ী হলেও অবশেষে জীবন যুদ্ধের লড়াইয়ে হেরে গেলেন ধূপগুড়ির বিধায়ক তথা বিজেপি নেতা বিষ্ণুপদ রায়।ভোর রাতে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মঙ্গলবার সকাল সাতটায় চিকিৎসকদের তরফে তাকে মৃত ঘোষণা করা হয়।

উল্লেখ্য বিধানসভার বাদল অধিবেশন ও বিজেপির স্টান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে গত শনিবার ধূপগুড়ি থেকে কোলকাতার উদ্দেশ্য বের হন ধূপগুড়ির বিধায়ক। এরপর কোলকাতায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

দলীয় সূত্রে জানা যায়, রবিবার সকালেই কোলকাতায় পৌছে গিয়েছিলেন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়।রবিবার দলের তরফে স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।সেই বৈঠকেই যোগ দিতে যাবার আগেই শারীরিক অসুস্থতা বোধ করেন বিধায়ক। তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়।

তড়িঘড়ি তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় । তার ডান দিকের ফুসফুসে সংক্রমণের জন্য তার অস্ত্রোপচারও করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিধায়ক বিষ্ণুপদ রায়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।তার পরিবারে রয়েছে এক ছেলে,এক মেয়ে এবং স্ত্রী।

বিধায়কের মৃত্যুতে দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল বলে দাবি ধূপগুড়ির বিজেপি নেতৃত্বের। ধূপগুড়ি পশ্চিম মন্ডল সভাপতি কমলেশ সিংহ রায় জানান,আমরা শোকাহত।দলের ক্ষতি হয়ে গেল।এদিকে বিধায়কের দেহ ধূপগুড়ির বাসভবনের নিয়ে আসার প্রস্তুতি সারা হচ্ছে বলে জানান বিজেপি নেতারা।এদিন দলের পতাকা অর্ধনমিত রাখা হয় ধূপগুড়িতে। ঘটনায় শোকের ছায়া ধূপগুড়ির রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + twelve =