কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৫,জুলাই :: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক কলেজ পরীক্ষার্থীর ও গুরুতর জখম দুই।দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ চাঁচল-হরিশ্চন্দ্রপুর গামী ৮১ নং জাতীয় সড়কে বটতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে,মৃত কলেজ পরীক্ষার্থীর নাম সুলতানা খাতুন(২২)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া নয়াটোলা গ্রামে।সে ছিল চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রী।আহত হয়েছেন কলেজ পরীক্ষার্থী পায়েল খাতুন (২১)ও অটো চালক হান্নান আলী (৪০) সহ বেশ কয়েকজন।
আহত পায়েল খাতুনের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে ও আহত অটো চালকের বাড়ি কনুয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ সামসী কলেজ থেকে পরীক্ষা দিয়ে চাঁচল হয়ে হরিশ্চন্দ্রপুর গামী ৮১ নং জাতীয় সড়ক ধরে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন সুলতানা খাতুন ও পায়েল খাতুন।
বটতলার কাছে বিপরীত মুখী দ্রুত গতিতে ছুটে এসে একটি হুন্ডাই আই টেন সজোরে ধাক্কা মারে অটোটিতে।হুন্ডাই আই টেন এর ধাক্কায় দুই কলেজ পরীক্ষার্থী ও অটো চালক গুরুতর জখম হয়ে পড়েন।স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে যায় বলে খবর।
সুলতানা খাতুনের আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন।পরিবারের লোকেরা পুর্নিয়া নিয়ে যাওয়ার পথে সে মারা যায় বলে খবর।ঘাতক গাড়িটি ও চালককে আটক করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসেন পুলিশ।
জানা গেছে,হুন্ডাই আই টেন চালকের নাম সপ্তসী কর্মকার ওরফে পিকাই কর্মকার।বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।বছর দুয়েক আগে বাইক দুর্ঘটনায় প্রাণে বেঁচে ছিলেন সে।আবার সে একই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন।