সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ফাঁসিদেওয়া :: রবিবার ৩০ জুলাই :: মনিপুরের ঘটনায় প্রতিবাদে নামলো আদিবাসী সম্প্রদায়ের মানুষ।শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর রোজা মিস্টিকা ক্যাথলিক চার্চ পক্ষ থেকে।এদিন একটি র্যালি বের করা হয়। র্যালিটি শুরু হয় চার্চ থেকে মৈলানি জোত হয়ে পুনরায় ঘোষপুকুরে এসে শেষ হয়।
সেখানে মনিপুরের মহিলাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন সকলে। উপস্থিত ছিলেন চার্চ ফাদার এডওয়ার্ক ক্রিরকেটা, রিনা এক্কা সহ আরো অনেকে। এই র্যালিতে এদিন ছোট ছোট শিশু থেকে মহিলারা সামিল হয়েছিল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চার্চ ফাদার এডওয়ার্ক ক্রিরকেটা জানান মনিপুরে ঘটনা খুব নিন্দনীয় এটা কাম্য নয় ।দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করি । যাদের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের আত্মা শান্তি কামনা করছি।
অন্যদিকে আদিবাসী মহিলাদের উপর এভাবে অত্যাচার মেনে নেওয়া যায় না।পাশাপাশি রিনা এককা জানান। যেভাবে মনিপুরের ঘটনা ঘটেছে। আমাদের পশ্চিমবঙ্গে মহিলারা মায়ের তুল্য তাই তাদের সাথে এ ধরনের আচরণ করা ঠিক নয় ।পরবর্তীতে এ ধরনের ঘটনা যাতে না হয় প্রশাসনের কাছে সেটাই আবেদন করব।