রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া ১০৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সবেজা বেগম।

সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: রাজগঞ্জ :: সোমবার ৩১,জুলাই :: ভোটে জয়ী হয়েও তৃণমূলে যোগ দিলেন সিপিএম প্রার্থী। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া ১০৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সবেজা বেগম।

এবার পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ১৯ টি আসনের মধ্যে ১১ টি আসলে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বিজেপি ৬ টি এবং সিপিএম ও নির্দল একটি করে আসনে জয়ী হয়। তবে ডাঙ্গাপাড়া ১০৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থীকে হারিয়ে সিপিএম প্রার্থী সবেজা বেগম জয় লাভ করেন।

কিন্তু সিপিএম প্রার্থী জয়ী হওয়ার পর স্থানীয় শাসকদলের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এমনকি কয়েকজন শ্রমিককে কারখানার কাছ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। নানান চাপে আজ সিপিএমের ওই জয়ী প্রার্থী তার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করেন বলে জানা গিয়েছে।

এব্যাপারে সবেজা বেগম অত্যাচারের কথা অকপটে স্বীকার করে বলেন, এলকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও উন্নয়নের স্বার্থে তিনি তার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় প্রমুখ নেতৃত্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =