নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: সোমবার ৩১,জুলাই :: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সোমবার এক মৌন মিছিল নজর কাড়ল তমলুকবাসিদের। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানের কাছ থেকে তমলুক শহর পরিক্রমা করে তমলুকের বেশ কিছু যুবকরা।
কেউ বেসরকারি সংস্থায় কর্মরত, কেউ ছাত্র তো কেউ কেউ ব্যবসায়ী তো আবার কেউ কেউ সরকারী কর্মী। সবার মুখে কোন ভাষা না থাকলেও, যুবকদের হাতে ছিল বিভিন্ন রকমের প্লাকার্ড। দেশের মূলত মনিপুর ও মালদায় নারীদের উপর নৃশংস অত্যাচারের প্রতিবাদ ছিল তাদের মূল উদ্দেশ্য।
উন্মুক্ত নাম দিয়ে তমলুক শহরের এই যুবকদের এদিন থেকে শুরু হল এই পথ চলা। বেশ কিছু কর্মসূচি নিয়েছে এই উন্মুক্ত সংস্থার যুবকেরা।
স্কুলের ছোট ছোট কচিকাচা থেকে যুবতীদের ক্যারাটে শেখানো হবে নিজেদের আত্মরক্ষার জন্য। তাছাড়া রাস্তা ঘাটে কোন রকম সমস্যার সম্মুখীন হলে কি কি করতে হবে,তা সচেতন করা হবে প্রতিনিয়ত। পাশাপাশি নিজেদের সেল্ফ ডিফেন্স নেওয়া শেখানো হবে সমাজের সর্বস্তরের নারীদের।