পুকুর ভরাট নিয়ে ফের অভিযোগ চাঞ্চল‍্য শহর বর্ধমানের ৩৫ নং ওয়ার্ডে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১,আগস্ট :: পুকুর ভরাট নিয়ে বিতর্কে বর্ধমান পৌরসভা,শহরের ৩৫নম্বর ওয়ার্ডে কালী পুকুর ভরাটকে সামনে রেখে অভিযোগ জমা পড়ে বর্ধমান পৌরসভায় |

এই অভিযোগ পেয়ে সোমবার সটান হাজির বর্ধমান পৌরসভার চেয়‍্যারম্যান পরেশচন্দ্র সরকার সহ পৌরসভার অনান‍্য আধিকারিক ও বর্ধমান থানার পুলিশ এবং ওয়ার্ডের কাউন্সিলর।

পরেশ বাবু জানান, অভিযোগ পেয়ে আমরা এসে দেখলাম অনেকটা জায়গায় গাছপালা লাগিয়ে বাঁশের বেরা দিয়ে আস্তে আস্তে একটা ভরাটের প্রচেষ্টা চলছে।এই বিষয়ে পুকুরের মালিক তথা আইনজীবী জয়ন্ত মন্ডল জানান, পুকুর ভরাটের অভিযোগ সম্পূর্ণ মিথ‍্যে আমি পুকুর ভরাট কেনো করবো ।

আমারও ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে যাবার আমার এক পয়সাও লাগবে না, আমি সব কটাকে ফাঁসাবো।আমার বিরুদ্ধে যদি কোনো ব‍্যাবস্থা নেয় আমিও কিন্তু ছাড়বো না ।তিনি আরও বলেন আইন পৌরসভা ভঙ্গ করছে ওরা কতটা নিজেরা আইন মানে? বেআইনি কাজ তো পৌরসভা করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 10 =