সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপী : :: বুধবার ২,আগস্ট :: নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফালায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল তীরবর্তী এলাকা। নিম্নচাপ ও কোটালের জেরে কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকায় প্রায় ২০০ মিটার নদী বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে ।
আর এতেই তীব্র আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ কয়েক বছর আগে হুগলী নদীর এই জায়গাতে নদী বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছিল । সেই সময় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে সেই ভাঙ্গন রোধ করা গেলেও দুদিনের টানা বৃষ্টি ও কোটালের জোড়া ফলায় নতুন করে আবারও নদী বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
গ্রামবাসীদের আশঙ্কা বুধবার রাতের মধ্যেই হয়তো এই নদী বাঁধ ভেঙে যাবে এবং নদী বাঁধ ভেঙে নদীর জলে গোটা এলাকা ভাসিয়ে নিয়ে যাবে। নোনা জলে চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীদের দাবী যে স্থানীয় প্রশাসন যত দ্রুত সম্ভব এই নদীবাধ মেরামতির কাজ শুরু করুক।
যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই এলাকায় ওই নদী বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হবে।