নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বুধবার ২,আগস্ট :: শাসকদলের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণনা কেন্দ্রে রুখে দিয়েছিলেন কারচুপি। সেই কারণেই বোর্ড গঠন হওয়ার আগেই বিডিওকে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। রাজনৈতিক ষড়যন্ত্র হলে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
নদীয়ার শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক প্রণয় মুখার্জি। প্রায় তিন বছর ধরে শান্তিপুর ব্লকের কাজ সামলাচ্ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে শক্ত হাতে কাজ করেছিলেন তিনি। এমনকি গণনা কেন্দ্রের দিন প্রশাসনকে সঙ্গে নিয়ে বারবার ব্যালট বাক্স লুট করার চেষ্টা চালাচ্ছিল শাসক দল।
একমাত্র ব্লক আধিকারিক নিজে শক্ত হাতে রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন দুষ্কৃতীদের ষড়যন্ত্র। সেই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিডিও এমনটাই দাবি রাজনৈতিক মহলে। প্রণয় মুখার্জিকে দক্ষিণ দিনাজপুরের ডিএম- ডিসি করে পাঠানো হলো। অন্যদিকে নদীয়ার ডিএম- ডিসি মোহাম্মদ সাব্বির আহমেদ মোল্লাকে শান্তিপুরের বিডিও করে পাঠানো হলো।
যদি সত্যিই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে বিডিও তাহলে পথে নামতে বাধ্য হবে বিজেপি এমনটাই অভিযোগ। এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি তথা নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য চঞ্চল চক্রবর্তী বলেন, বিষয়টি পুরোটাই প্রশাসনের। আমরা নতুন ব্লক আধিকারিক কে স্বাগত জানাচ্ছি। কিন্তু এটা যদি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তাহলে আমরা পথে নামতে বাধ্য হব।