সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: বুধবার ২,আগস্ট :: শিল্পোদ্যোগীদের সাহায্যে এগিয়ে এল রাজ্য সরকার। এই উপলক্ষে ১ অগাস্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পের সমাধানে শিল্পোদ্যোগীদের দুয়ারে এমএসএমই শিবির শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।
চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। বুধবার সোনারপুর মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামের প্রেক্ষাগৃহে জেলাস্তরের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন প্রায় ৪০ জন শিল্পোদ্যোগীর হাতে ঋণের কাগজপত্র তুলে দেওয়া হয়।
জয়নগরের বাসিন্দা প্রতিমা মণ্ডল এদিন পোল্ট্রি ফার্মের জন্য ২ লক্ষ টাকা ঋণ পান। তিনি জানান, ছোট পোল্ট্রি ফার্ম ছিল। সেটাকেই বড় করার জন্য ঋণ চেয়ে বিডিওর কাছে আবেদন করেছিলেন। ঋণ পেয়ে খুশি তিনি।