সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি: :: বৃহস্পতিবার ৩,আগস্ট :: বড় বড় শহরের মতো এবারে শিলিগুড়ি শহরে তৈরি হবে ‘স্ট্রীট ফুড লেন। আর এই লেনের জন্য বাছাই করা হয়েছে শহরের স্টেশন ফিডার রোড তথা এসএফ রোডকে। সেই এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
শিলিগুড়ির জনবহুল রোড গুলোর মধ্যে একটি স্টেশন ফিডার রোড। যান চলাচলের পাশাপাশি একাধিক স্ট্রিট ফুডের দোকান বসে এই রোডের ধারে। এবারে সেই রোডকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। এসএফ রোডের একাংশ বাড়িয়ে চওড়া করা হবে। সেই রাস্তা চওড়া করতে গিয়ে যদি কোনো গাছ বাদ দিতে হয়, তাহলে সেই গাছ কাটা হবে না কোনোভাবেই।
উপরন্তু গাছটি অন্য জায়গায় নিয়ে গিয়ে পুনঃস্থাপন করা হবে। এবং প্রয়োজন পড়লে রাস্তার ধারে গাছও লাগানো হবে। পাশাপাশি রাস্তা চওড়া করার পর বাকি যে কয়েক মিটার ফাঁকা জায়গা পড়ে থাকবে সেখানে স্ট্রিট ফুড কর্নার করা হবে বলে জানান মেয়র গৌতম দেব।
সেই মতো আজ এলাকা পরিদর্শন করলেন মেয়র। সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, ৪নং বোরো কমিটির চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ প্রশাসনিক কর্তারা। গোটা এলাকা খতিয়ে দেখার পর মেয়র জানান, স্ট্রিট ফুড কর্নারের জন্য রাজ্য সরকারের তরফে ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া রাস্তা চওড়া করার জন্যও বরাদ্দ হয়েছে কয়েক কোটি টাকা।
কলকাতা সহ বড় বড় শহর গুলোতে স্ট্রিট ফুড কর্নারে ভিড় লেগেই থাকে। ঠিক তেমনই শিলিগুড়ি শহরেও এই স্ট্রিট ফুড কর্নার তৈরি হলে মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছেন তিনি।