সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৫,আগস্ট :: আর ঠিক আড়াই মাস পরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। ঠিক তার আগেই রয়েছে গণেশ পুজো। শহর শিলিগুড়িতে ক্রমে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে গনেশ পুজো। প্রায় গোটা শহর জুড়েই বিভিন্ন এলাকায় গনেশ পুজো অনুষ্ঠিত হয়।
শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডের গণেশ পুজোর যথেষ্ট জনপ্রিয়। বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম একটি এই পুজো। প্রসঙ্গত পুজোর দিনগুলিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরই মধ্যে গনেশ পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল। উপস্থিত হয়েছিলেন পুজো কমিটির কর্মকর্তাগণ। প্রতিবছর পুজোর দিনগুলিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তদান শিবির, দুস্থদের বস্ত্র বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ আরো বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া সর্বসাধারণের জন্য ভোগ প্রসাদের বিতরণের ব্যবস্থা থাকে। এবারও জমজমাট করে এই পুজো অনুষ্ঠিত হবে, আজ খুঁটি পূজোর মধ্যে দিয়ে যার সূচনা হলো।