প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল , মন্ত্রীর জামাইয়ের বিরুদ্ধে এলাকায় পড়ল পোষ্টার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ৮,আগস্ট :: পঞ্চায়েত নির্বাচন মেটার পরে আবারও সাগরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার জামাইয়ের বিরুদ্ধে সাগরের একাধিক জায়গায় পড়ল পোস্টার। আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

পোস্টারের নিচে বড় বড় অক্ষরের লেখা রয়েছে সৌজন্যে পুরানো তৃণমূল কর্মী। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাইয়ের একাধিক জমির নকশা এই পোস্টারে তুলে ধরা হয়েছে । সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই স্বপন কুমার প্রধান সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি।

একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে কয়েক দিনের মধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক কি করে হয় সেই প্রশ্ন তুলে গঙ্গাসাগর জুড়ে পোস্টার সাঁটালো পুরানো তৃণমূল কর্মীরা। আর এই পোস্টারকে কেন্দ্র করে এখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে এলাকায় ।

সাগরের বিজেপি নেতা বিপ্লব নায়েক বলেন, সাগরে পোস্টার বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও বেশ কিছু জায়গায় মাননীয় মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার জামাইয়ের বিরুদ্ধে পোস্টার পড়েছিল।

এবার তাঁর জামাইয়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কিভাবে হল কয়েক দিনের মধ্যে , সেই প্রশ্ন তুলে বিভিন্ন জমির দলিলের ও জমির নকশা দিয়ে একাধিক জায়গায় পোস্টার পড়েছে। আমরা চাই মাননীয় মন্ত্রী এই গোটা বিষয় তদন্ত করুক এবং তার জামাই যদি দোষী সাব্যস্ত হয় তাকে আইনানুগ শাস্তি দিক। না হলে আমরা ভাববো এই জমি কেনা বেচার সঙ্গে মন্ত্রীরও মদত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fifteen =