নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ৯,আগস্ট :: বাঁকুড়ার পর্যটন মানচিত্রে শুশুনিয়া পাহাড় অন্যতম একটি নাম। বারবার প্রকৃতি পাহাড়ে প্রকৃতি দেখতে ছুটে আসে পর্যটনপ্রেমীরা এবং পরিবেশপ্রেমীরা। আর এই শুশুনিয়া পাহাড়ের কোলে সিড বোম তৈরি করে বৃক্ষরোপন বনদপ্তরের।
শুশুনিয়া পাহাড়কে সবুজায়ন করতেই এমন অভিনবভাবে এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন গাছ লাগানোর কাজ শুরু করেছে বনদপ্তর। এর ফলে শুশুনিয়া পাহাড়ের কোল মনোরম পরিবেশে ভরে উঠবে। বারবার আগুন লাগার ফলে প্রচুর গাছপালা নষ্ট হয়েছে তাই এই অভিনব উদ্যোগ বনদপ্তরের।